শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাপলাবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, সকালে শাপলাবাগ এলাকায় রেললাইনে এক ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ওসি ইসমাইল হোসেন আরো জানান, ঢাকা থেকে সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এসআই