ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লামায় জিপচাপায় রোহিঙ্গা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
লামায় জিপচাপায় রোহিঙ্গা নিহত

বান্দরবান: বান্দরবানের লামায় যাত্রীবাহী জিপের চাপায় মো. জোবায়ের (১৯) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। 

শনিবার (১৬ মার্চ) সকালে লামা-সুয়ালক সড়কের আন্দারীস্থ মজিবরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. জোবায়ের কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আলমের ছেলে।

তিনি ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সড়কের উন্নয়ন কাজে বালু পরিষ্কার করছিলেন জোবায়ের। এসময় কেয়াজুপাড়া থেকে লামামুখী একটি জিপ (ঢাকা-ল-৩৪০) তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পদুয়া সরকারি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।  

পরে স্থানীয় জনতা ঘাতক জিপ ও চালককে আটক করে। আটক চালক আবুল হোসেন লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।  

লামার সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাসেম আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে পদুয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।