শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বাংলাদেশ এইচএমএস'র সাধারণ সম্পাদক চিকিৎসক মো. ওমর কাওছার বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা চাকরির ব্যবস্থা, বিএইচএমএস কোর্সের মান নির্ধারণ ও মাদক আইন দ্বারা হেনস্থা করা বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাজু, সহ-সভাপতি চিকিৎসক মো. সিরাজুল ইসলাম, হোমিও চিকিৎসক সাখাওয়াত ইসলাম ভূঁইয়া, আব্দুল জলিল মন্ডল, আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির ও মোহাম্মদ মেজবাউদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে হোমিও আইন ২০১৮ সংসদে পাস করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন হোমিও চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
টিএম/আরআইএস/