ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হোমিওপ্যাথি চিকিৎসকদের ৫ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
হোমিওপ্যাথি চিকিৎসকদের ৫ দফা দাবি সংবাদ সম্মলনে বক্তব্য রাখছেন হোমিওপ্যাথিক চিকিৎসক। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: হোমিও আইন ২০১৮ অনতিবিলম্বে পাস ও বাংলাদেশ হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টর ফাউন্ডেশন ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশন।

শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বাংলাদেশ এইচএমএস'র সাধারণ সম্পাদক চিকিৎসক মো. ওমর কাওছার বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা চাকরির ব্যবস্থা, বিএইচএমএস কোর্সের মান নির্ধারণ ও মাদক আইন দ্বারা হেনস্থা করা বন্ধ করতে হবে।

এছাড়া বিশ্বের দ্বিতীয় হোমিও বিশ্ববিদ্যালয় বাংলাদেশের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  

সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাজু, সহ-সভাপতি চিকিৎসক মো. সিরাজুল ইসলাম, হোমিও চিকিৎসক সাখাওয়াত ইসলাম ভূঁইয়া, আব্দুল জলিল মন্ডল, আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির ও মোহাম্মদ মেজবাউদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে হোমিও আইন ২০১৮ সংসদে পাস করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন হোমিও চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।