ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে দু’গ্রুপের মধ্যে গুলি বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
বাঘাইছড়িতে দু’গ্রুপের মধ্যে গুলি বিনিময়

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অাঞ্চলিক  দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সকালে উপজেলার খেদারমারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খেদারমারা ইউনিয়নের বড় দূরছড়ি এলাকায় সন্তু গ্রুপের পিসিজেএসএস এবং জেএসএস সংস্কারের মধ্যে গুলিবিনিময় হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

  

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ম মঞ্জুরুল অালম জানান, ঘটনাস্থল নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।