ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ৭৮০০ পিস ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
লালপুরে ৭৮০০ পিস ইয়াবাসহ ২ বিক্রেতা আটক আটক মাদকবিক্রেতা ও জব্দকৃত ইয়াবা। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের লালপুরে পৃথক অভিযানে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার রহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রহিমপুর গ্রামের বোরহান আলীর ছেলে ইয়াসিন আলী (৩৫) ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে ইসাহাক আলী ছিটন (৩০)।

 

শনিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল।

তিনি বাংলানিউজকে জানান, আটক ইয়াসিন ও ইসাহাক দুইজনই শীর্ষ মাদকবিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে রহিমপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এসময় দেহ তল্লাশি করে ইয়াসিনের কাছে ২০০ পিস ও ইসাহাকের কাছে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।  

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।