ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে মানিকগঞ্জে আটক ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে মানিকগঞ্জে আটক ৮ প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আটজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) ভোর থেকে শনিবার (১৬ মার্চ) ভোর পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ও ১০ পুড়িয়া হেরোইন জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।