ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ প্রগতি সরণিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: অমিয় দত্ত ভৌমিক।

ঢাকা: রাজধানীর প্রগতি সরণির নর্দ্দায় বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ভাটারা থানার ওই এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত আবরার আহমেদ চৌধুরী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

তার বাবার নাম আরিফ আহমেদ চৌধুরী।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ বাংলানিউজকে জানান, আবরার তার বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাসের চালককেও আটক করা হয়েছে। নিহতের মরদেহ কুর্মিটোলা হাসপাতালেরর মর্গে রাখা হয়েছে।

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

এদিকে, প্রগতি সরণির নর্দ্দা-কুড়িল চৌরাস্তার মাঝামাঝি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়েছে, বন্ধ রয়েছে বাড্ডা-কুড়িল বিশ্বরোড সড়কে যান চলাচল।  

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।