ইউএসএআইডি এবং ইউএনডিপির সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও এটুআই যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
উপস্থিত ছিলেন কনসালটেন্ট এইচডিএম আদনান ফয়সাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক শরিফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক এ কে হিরু।
অনুষ্ঠান পরিচালন করেন প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক শাহ আলম। প্রশিক্ষণে খুলনা জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
এ প্রশিক্ষণের উদ্দেশ্য সাংবাদিকদের সাংবাদিকতায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ দেয়া এবং সাংবাদিকতার বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কে অবহিত করা। সাংবাদিকতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা দেয়া বিষয়ক প্রতিবেদন ও ফিচার লেখায় উৎসাহিত করা।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমআরএম/আরবি/