ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিএল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
খুলনায় বিএল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএল কলেজের শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন খুলনার বিএল কলেজের ছাত্রছাত্রীরা। সুপেয় পানি সরবরাহ, আবাসন সমস্যার সমাধানসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্য়ন্ত তাদের এ অবরোধ চলে।

অবরোধ চলাকালে ছাত্ররা বলেন, দীর্ঘদিন ধরেই কলেজের হোস্টেলগুলোতে খাবার পানিসহ অন্যান্য কাজের জন্য পানি সরবরাহ করা হচ্ছে না। হোস্টেলগুলোর ছিট নষ্ট হয়ে গেছে।

কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যার কারণে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছেন।  

পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান দাবি পূরণের আশ্বাস দিলে সকাল ১১টায় অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা।

বাংলাদেশসময়:  ১২২৯ ঘণ্টা,  মার্চ ২১,  ২০১৯
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।