ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
গাজীপু‌রে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে পোশাক শ্রমিকরা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। 

বৃহস্প‌তিবার (২১ মার্চ) সকাল থেকে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করছেন শহরের ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা।

পুলিশ ও শ্র‌মিকরা জানায়, ব‌কেয়া বেত‌ন প‌রি‌শো‌ধের দা‌বি‌তে শহরের তিন সড়ক এলাকার ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা বি‌ক্ষোভ শুরু ক‌রে।

একপর্যা‌য়ে তারা ঢাকা-জয়দেবপুর সড়ক অব‌রোধ ক‌রে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়। প‌রে ক‌য়েক কি‌লো‌মিটার এলাকায় যানজট সৃ‌ষ্টি হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, গত ৩ মা‌সের ব‌কেয়া বেতনের দাবিতে ওই কারখানার শ্রমিকরা বি‌ক্ষোভ ও সড়ক অব‌রোধ ক‌রে। দুপুর পর্যন্ত এ বি‌ক্ষোভ চলমান র‌য়ে‌ছে। শ্র‌মিক‌দের বু‌ঝি‌য়ে প‌রি‌স্থি‌তি শান্ত করার চেষ্টা চল‌ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।