বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করছেন শহরের ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের দাবিতে শহরের তিন সড়ক এলাকার ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, গত ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। দুপুর পর্যন্ত এ বিক্ষোভ চলমান রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
আরএস/ওএইচ/