ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিগ-বি উদ্যোগে বাংলাদেশের অগ্রগতি হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
বিগ-বি উদ্যোগে বাংলাদেশের অগ্রগতি হবে অধ্যাপক নাওহিরো কিতানো, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) উদ্যোগে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি হবে বলে আশা করেছেন জাপানের প্রখ্যাত অধ্যাপক নাওহিরো কিতানো।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর ইস্কাটনে বিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।  

‘বাংলাদেশ-জাপান উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য সংযোগ’- শীর্ষক এক একক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ (বিস) ও ঢাকার জাপান দূতাবাস।

অনুষ্ঠানে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওহিরো কিতানো বক্তব্য দেন।

অধ্যাপক নাওহিরো কিতানো বলেন, ২০১৪ সালের মে মাসে টোকিওতে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী বিগ-বি উদ্যোগ বাস্তবায়নে জোর দিয়েছেন। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার বেল্টে এ উদ্যোগে শিল্প বাণিজ্য, মাতারবাড়ী বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের মধ্যেদিয়ে বাংলাদেশের অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাইকা রিসার্চ ইনস্টিটিউটের ভিজিটিং ফেলো নাওহিরো কিতানো বলেন, আজ থেকে প্রায় ১৪ বছর আগে বাংলাদেশে এসেছিলাম। এখন দেখছি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য জাপানে সুযোগ রয়েছে। বিশেষ করে জাপানের বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটে তারা দক্ষতার জন্য সুযোগ নিতে পারেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিস মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান এনডিসি ও ঢাকার জাপান দূতাবাসের মিনিস্টার তাকেশি ইতো।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।