বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করে। আটক মামুনুর রশিদ জেলার আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
নওগাঁ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পার নওগাঁ দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় বাংলানিউজকে জানান, মামুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টিরও বেশি মামলা রয়েছে। এলাকায় তিনি সন্ত্রাসী মন্টু নামে পরিচিত। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসআই