ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
চকবাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক তারের জঞ্জাল, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর চকবাজারের এয়াকুব মার্কেট সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তা নিভিয়ে ফেলেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল ৪টা ২০ মিনিটে বৈদ্যুতিক তারের জঞ্জালে (বৈদ্যুতিক লাইন) আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে (অগ্নিনির্বাপণ যন্ত্র) আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিদর্শক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আগুন লাগার কথা শুনেছি। আশপাশের লোকজন তা নিভিয়ে ফেলেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।