বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানার শ্রমিক রেজাউল বাংলানিউজকে জানান, কারখানার কর্মকর্তাদের ছয় মাসের বেতন ও শ্রমিকদের তিনমাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ কয়েক দফা সময় দিয়েও বকেয়া বেতন পরিশোধ করেনি। সবশেষ বুধবার (২০ মার্চ) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বুধবার দেখা করলে তারা বৃহস্পতিবার আসতে বলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে ফটকে তালা আর অনির্দিষ্টকালের জন্য গার্মেন্ট বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
** গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
আরএস/ওএইচ/