ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১০ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১০ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে পোশাক শ্রমিকরা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষোভের প্রায় ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৬টার দিকে পুলিশ লাঠি চার্জ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে পুলিশ লাঠি চার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।  

কারখানার শ্রমিক রেজাউল বাংলানিউজকে জানান, কারখানার কর্মকর্তাদের ছয় মাসের বেতন ও শ্রমিকদের তিনমাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ কয়েক দফা সময় দিয়েও বকেয়া বেতন পরিশোধ করেনি। সবশেষ বুধবার (২০ মার্চ) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বুধবার দেখা করলে তারা বৃহস্পতিবার আসতে বলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে ফটকে তালা আর অনির্দিষ্টকালের জন্য গার্মেন্ট বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

** গাজীপু‌রে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।