ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ডিবির অভিযানে ৩ ডাকাতসহ আটক ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ময়মনসিংহে ডিবির অভিযানে ৩ ডাকাতসহ আটক ৯ ডিবি পুলিশের হাতে আটক ডাকাত সদস্য ও মাদক বিক্রেতারা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যসহ ৬ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন-ডাকাত হাসেম (২৮), রিয়াদুল ইসলাম সোহাগ (২৪), আশিক(২৫), মাদকবিক্রেতা শান্ত (২০), মোহাম্মদ আলী (২৭), জাহাঙ্গীর আলম (২৩), মাহফুজুর রহমান ওরফে লিটন (২২), মফিজুল ইসলাম (৩৫) ও আব্দুল হাকিম (৫৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বুধরার (২০ মার্চ) দিনগত রাত পৌনে ৩ টার দিকে সদর উপজেলার রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  

এছাড়া বৃহস্পতিবার সদরের জেল রোড ও ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।