বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) এ 'অগ্নিযোদ্ধাদের সম্মাননা' শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা জানানো হয়। এসময় ফায়ার সার্ভিসের ৯ সদস্যকে ফুল দিয়ে সম্মাননা সনদ প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া নয়জন ফায়ার ম্যানের মধ্যে সোহাগ চন্দ্র কর্মকার, বিষ্ণু পদ মিস্ত্রি এবং মো. জাকির হোসেন এর কাছে সম্মাননা পত্র তুলে দেন ২০১৭ সালে রাজধানীর কড়াইল বসতি অগ্নিকাণ্ডের ঘটনার ভুক্তভোগী সেলিনা আক্তার। ফায়ারম্যান কাজী সোহাগ, শহীদুল ইসলাম এবং জুয়েল মাহমুদের হাতে সম্মাননা পত্র তুলে দেন ২০১০ সালে নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনার ভুক্তভোগী মিসেস রত্না। আর সবশেষে মফিজুল ইসলাম, আলমগীর হোসেন এবং মো. নাসির হোসেনের হাতে সম্মাননা পত্র তুলে দেন বনানী অগ্নিকাণ্ডের ভুক্তভোগী মাহমুদুন্নবী।
এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ( ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, যারা বড় বড় দালান, মার্কেট, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় গড়েছেন তাদের ফায়ার সেফটি গাইড লাইনে আসতে হবে। হয় লাইনে আসতে হবে নয়ত সব বন্ধ করতে হবে। সময় এসেছে আমরা এভাবে কাজ করব যেন অচিরেই ঢাকাকে নিরাপদ শহর বলতে পারব। এর জন্য সরকার, সিটি করপোরেশন বা ফায়ার সার্ভিস একা না, সবাইকে দায়িত্ব নিতে হবে। আল্লাহকে হাজির নাজির করে দায়িত্ব নিতে হবে।
এর আগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসাইন বলেন, আমাদের ফায়ারের ছেলেরা নিম্ন আর্থ সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে আসে। তবে ফায়ারম্যানদের কাজের প্রতি মনোনিবেশ অতি উচ্চ মানের। যেখানে মানুষ বিপদ দেখে দূরে সরে যায়, দৌড় দেয় সেখানে আদের ছেলেরা বিপদ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে।
তিনি আরও বলেন, আমরা এখন সবধরনের কাজে অংশ গ্রহণ করি। আমাদের কাজের মধ্যে পড়ে না এমন কাজেও আমাদের ডাকা হয়। আমরা সেগুলোও দায়িত্বের সাথে করি। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন মেনে ভবন তৈরি করতে হবে, আমরা যারা প্রশিক্ষিত আমাদেরকে কাজের পরিবেশ দিতে হবে। দুর্যোগের সময় প্রতিটি সেকেন্ড 'প্ল্যাটিনাম আওয়ার'। আমাদের কাজ করতে না দিলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে।
অনুষ্ঠানে ব্র্যাক, ব্র্যাক আইটি, ব্র্যাক নেট, ই ডট কো, বিআইডিসি, আইপিডিসি, বিকাশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা এপ্রিল ১২,২০১৯
এসএইচএস/এমএমএস