বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বিমল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার দিনভর ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম হিসেবে খ্যাত বরিশালের মেঘনা, কালাবদর, মাছাকাটাসহ বিভিন্ন নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস অধিদফতর।
পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদের মধ্যে ২৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। বাকি ৪ জেলের বয়স ১৮ বছরের কম এবং ষাটোর্ধ হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জাটকাগুলো বিভিন্ন এতিম খানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানের সময় বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এমএস/ওএইচ/