ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নুসরাত হত্যার বিচার দাবিতে বরিশালে মানবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
নুসরাত হত্যার বিচার দাবিতে বরিশালে মানবন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসারছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও মহিলা ফোরাম।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সভাপতি আখতারুন্নাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তরা বলেন, প্রতিবাদী ছাত্রী নুসরাত জাহানকে সুকৌশলে হত্যা করা হয়েছে।

এসময় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।