শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম প্রেসক্লাবসহ ঘাতক-দালাল নির্মূল কমিটি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একাত্বতা প্রকাশ করে অংশ নেয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সুব্রতা রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ প্রমুখ।
বক্তারা, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপত্তায় সরকারকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এফইএস/ওএইচ/