বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর থেকে শুক্রবার (১২) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়, মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটকদের জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
কেএসএইচ/ওএইচ/