শুক্রবার (১২ এপ্রিল) শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিবা জাবেদ।
জাবেদ পাটোয়ারী বলেন, আমাদের সন্তানেরা সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। একজন ছাত্র কিন্তু একদিনে সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকে জড়ায় না, তারা ধীরে ধীরে এসব কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাই ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুল-কলেজে না এলে, শিক্ষক-অভিভাবকরা পরস্পর পরস্পরকে জানাবেন। শিক্ষক ও পরিবার শিক্ষার্থীদের যত্ন নিলে তাদের এই ভুল পথে যাওয়া থেকে রক্ষা করা যাবে।
পুলিশ বাহিনীর প্রধান বলেন, শিক্ষার্থীরা নীতি-শিষ্টাচার শিখে থাকে পরিবারের কাছ থেকে, পিতা-মাতাসহ অভিভাবকদের কাছ থেকে। কারণ শিক্ষার্থীরা স্কুল-কলেজের চেয়ে বেশিরভাগ সময় পরিবারের সঙ্গেই থাকে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকে কেউ হবে শিক্ষক, পুলিশ কর্মকর্তা, নেতা, আইনজীবী, সাংবাদিক, বিজ্ঞানী, ডাক্তার। তোমরাই পথ দেখাবে বাংলাদেশকে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এমএমআই/এইচএ/