শুক্রবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কালমেঘা ইউনিয়নে কাঞ্চুরহাট ও কালমেঘা বাজারের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যদুনাথ ওই ইউনিয়নের পূর্ব কালমেঘা গ্রামের অর্নদা কীর্ত্তনীয়ার ছেলে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী সতিন্দ্র বালা জানান, ক্ষুদ্র ব্যবসায়ী যদুনাথ বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় পথে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ওই মোটরসাইকেলের আরোহী কাওছারকে আটক করেছে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে।
ময়না-তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জিপি