ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

চায়ের দোকানে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া, গরম পানিতে দগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
চায়ের দোকানে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া, গরম পানিতে দগ্ধ ৩ হাসপাতালে দগ্ধরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তর গোড়ান মাদানী ঝিলপাড় এলাকায় একটি চায়ের দোকানে গরম পানিতে তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধ তিনজন হলেন- নজরুল ইসলাম (৪০), দ্বীন ইসলাম (৪৪) ও আইয়ুব আলী (৪৭)।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

দগ্ধ দ্বীন ইসলাম বাংলানিউজকে জানান, তিনি সেনেটারি ঠিকাদারি করেন। সকালে তারা কয়েকজনমিস্ত্রী মাদানি ঝিলপাড়ে নজরুলের চায়ের দোকানে যায় নাস্তা করতে। সেখানে নাস্তা করার পর তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দ্বীন ইসলাম খবর পেয়ে সেখানে গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয় দোকানদারের। একপর্যায়ে দোকানদার নজরুল ক্ষিপ্ত হয়ে গরম পানির কেটলী দ্বীন ইসলামকে দিকে ছুরে মারেন। এসময় গরম পানিতে তারা দু’জন ও পাশে থাকা প্রাইভেটকারচালক আইয়ুব আলী দগ্ধ হয়।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, আইয়ুবের শরীরের ১২ শতাংশ, দ্বীন ইসলামের ৫ ও নজরুলের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। হাসপাতালে শুধু আইয়ুবকে ভর্তি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।