শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ছাত্তার পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার জাহেদ শেখের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপারিনটেনডেন্ট আল মাহমুদ বাংলানিউজকে বলেন, ছাত্তার শেখ মাদক মামলায় গত ২৭ জানুয়ারি জেলা কারাগারে আসেন। শুক্রবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক মামলায় তিনি একাধিকবার জেলা কারাগারে হাজতবাস করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জিপি