ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্যারাক থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ব্যারাক থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুরে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) ব্যারাক থেকে রাকিবুল হাসান (২২) নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে ব্যারাকের নিজ বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস ব্যাপারি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ডিউটিরত ছিলেন কনস্টেবল রাকিব।

ডিউটি শেষে ব্যারাকে ফিরে নিজ বিছানায় ঘুমিয়ে পড়েন। আজ সকালেও তার ডিউটি ছিলো। কিন্তু নির্ধারিত সময়ে ডিউটিতে না যাওয়ায় তার খোঁজ করা হয়।

এরপর অন্য সহকর্মীরা রাকিবের রুমে গিয়ে তাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখতে পান। তখন ধাক্কা দিলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে এসআই কুদ্দুস বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকিব মারা গেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।