নুসরাতের শরীরে আগুন দেওয়ার ঘটনাস্থল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রসা শুক্রবার (১২ এপ্রিল) পরিদর্শন করে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল।
পরিদর্শনকালে আল মাহমুদ ফয়েজুল কবির বলেন, ঘটনার সূত্রপাত ২৭ মার্চে, তখন যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে ৬ এপ্রিলের ঘটনাটি এড়ানো সম্ভব হতো।
মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল মাহমুদ ফয়েজুল কবিরসহ তদন্ত দল প্রথমে ঘটনাস্থল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।
পরে তদন্ত দল প্রধান অভিযুক্ত আসামি মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম সিরাজ উদদৌলার অফিস কক্ষ এবং যেখানে নুসরতকে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করা হয় সেই জায়গা পরিদর্শন করে। পরে তদন্ত দলের সদস্যরা নিহত নুসরাত জাহান রাফির বাসস্থান সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এরপর আল মাহমুদ ফয়েজুল কবির প্রেসবিফ্রিংয়ে বলেন, নুসরাতের হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। ২৭ মার্চ ঘটনার পর যদি কর্তৃপক্ষ ও প্রশাসন সক্রিয় থাকতো তাহলে ৬ এপ্রিলের ঘটনাটি এড়িয়ে যাওয়া সম্ভব হতো।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকতা সোহেল পারভেজ।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এসএইচডি/এমজেএফ