ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘মেঘনার ভাঙন থেকে কমলনগরকে রক্ষা করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
‘মেঘনার ভাঙন থেকে কমলনগরকে রক্ষা করা হবে’ নদীভাঙন কবলিত মাতাব্বরহাট এলাকা পরিদর্শনে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক

লক্ষ্মীপুর: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, কমলনগরকে আর ভাঙতে দেওয়া যাবে না; ভাঙন থেকে রক্ষা করা হবে। দ্রুত সময়ের মধ্যে কমলনগরে ৬০০ মিটার ও রামগতিতে ৭০০ মিটার বাঁধের কাজ করা হবে। এছাড়াও নদীতীর রক্ষায় আরও ১৫ কিলোমিটার কাজ বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীভাঙন কবলিত মাতাব্বরহাট এলাকা পরিদর্শনে এসে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, যাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে; তাদের দুঃখ-কষ্ট কতখানি আমি তা উপলদ্ধি করতে পারি।

এখানকার মানুষ যাতে নদী ভাঙনের শিকার হয়ে দুঃখ-কষ্টে না পড়তে হয়, সে লক্ষ্যে কাজ করবো।

সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, কমলনগর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের ও যুবলীগ নেতা আহসান উল্লাহ হিরন।

উপস্থিত ছিলেন পানি উন্নয়ন র্বোডের মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবদুজ্জাহের সাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।