শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ব্রহ্মখোলা গ্রামে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
সদর অ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বাংলানিউজকে জানান, ব্রহ্মখোলা গ্রামে সাইফুল ইসলামের মেয়ে স্বর্ণার সঙ্গে রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমরানের (২২) বিয়ে আয়োজন চলছিলো, এমন সংবাদের ভিত্তিতে স্বর্ণার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী ও বরপক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় কনের মায়ের কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এএটি