শুক্রবার (১২ এপ্রিল) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, চারদিনের সফরে শুক্রবার (১২ এপ্রিল) ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী। শুক্রবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন লোটে শেরিং।
শুক্রবার সকালে চার দিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
টিআর/এসএইচ