ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ফুলপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে জবা (৭) ও মাহিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জবা উপজেলার চরনিয়ামত গ্রামের জাহাঙ্গীর ও মাহিয়া শেরপুরের নকলা উপজেলার কেজাইকাটা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, জবা ও মাহিয়া সম্পর্কে মামাতো ফুফাতো বোন। দুপুরে দু’জন পুকুরে গোসল করতে যায়। কিন্তু তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিতে শুরু করে। পরে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময় ১৭১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।