ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তুহিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বগলাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহত তুহিন ওই এলাকায় বাসা ভাড়া থেকে কাজ করতো।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি টেক্সটাইল কারখানায় কাজ করছিলো তুহিন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পরে পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।