ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
পাকুন্দিয়ায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কামরুজ্জামান রকি (২৯) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ছোটআজলদী বাজারের জুয়েল হার্ডওয়্যার স্টোর নামে নিজ দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রকি ওই উপজেলার নারান্দী ইউনিয়নের সন্মানিয়া গ্রামের হাজী ইসরাঈলের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে রকি তার দোকানে থেকে যান। পরদিন শুক্রবার সকালে বাড়িতে ফিরে না গেলে বাড়ির লোকজন তাকে মোবাইল ফোনে কল দেন। ফোনে না পেয়ে বাড়ির লোকজন দোকানে গিয়ে দোকানের সার্টার বন্ধ পান। সেখানে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে সার্টার ভেঙে ভেতরে ঢুকে রকির ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।