শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। আলেয়া গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়ার জসিম উদ্দিনের স্ত্রী।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, গত তিনদিন আগে নিখোঁজ হন আলেয়া । দুপুরে গজারিয়াপাড়ার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রেখেছে। নিহতের স্বামী জসিম গাজীপুরের জাতীয় উদ্যোনের একটি দোকান ব্যবসা করেন বলেও জানান ওসি সমীর।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
আরএস/আরআইএস/