ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বর্ষবরণে পটুয়াখালীর প্রবেশ পথে বৈচিত্র্যময় আলপনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
বর্ষবরণে পটুয়াখালীর প্রবেশ পথে বৈচিত্র্যময় আলপনা  সড়কে আলপনা আঁকতে ব্যস্ত স্বেচ্ছাসেবীরা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: বাংলা নববর্ষ ১৪২৬ বরণ উপলক্ষে দ্বিতীয় বারের মতো পটুয়াখালী শহরের প্রবেশ পথ বাহারি রঙে ফুটিয়ে তুলতে আলপনা করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ঝাউতলা ও পৌরসভা ভবন এলাকা থেকে এ আলপনা আঁকার উদ্বোধন করেন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেম্বারের সভাপতি ও পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।  

এ কার্যক্রমে অংশ নিয়েছেন পটুয়াখালী ইয়ুথ ফোরাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, উদ্যমী যুব সংসদ, হেল্পিং হ্যান্ডস ও পটুয়াখালীর ৫০ জনের বেশি স্বেচ্ছাসেবী।

নিজেদের মনের মতো রঙে শহরের সার্কিট হাউজ সড়কটিকে সাজিয়ে তুলছেন তারা। আর পুরো আয়োজনের সঙ্গে রয়েছে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

যুব সংগঠক জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, পটুয়াখালীতে গত বছরের মতো বর্ষবরণ উপলক্ষে সড়কে আলপনা করা হচ্ছে। এতে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। আমাদের সুযোগ দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফরহাদ জামান বাদল বাংলানিউজকে বলেন, আমরা চাই পটুয়াখালীবাসী বিভিন্ন ধরনের উৎসবে মেতে উঠুক। তাই মানুষকে আনন্দ দেবার জন্য চেম্বারের এ চেষ্টা। আশা করি, সড়কের আলপনা সবার ভালো লাগবে।

পটুয়াখালী পৌর মেয়র বাংলানিউজকে বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। মনের মাধুরী মিশিয়ে কল্পনার জগতকে ফুটিয়ে তোলার আরেক নাম আলপনা। বাঙালির সব প্রাণের উৎসবে মিশে আছে আলপনার রঙ। আমরা এভাবে আলপনা আঁকার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই- ‘আসুন, আমরা এভাবে সুন্দর করে দেশটা সাজাই’।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।