ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সেই আল্লাদী রানীর দায়িত্ব নিলেন বাগেরহাটের ইউএনও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মে ৯, ২০১৯
সেই আল্লাদী রানীর দায়িত্ব নিলেন বাগেরহাটের ইউএনও

বাগেরহাট: বাগেরহাটরে সেই বৃদ্ধা আল্লাদী রানীর দায়িত্ব নিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ তানজিল্লুর রহমান।

বাংলানিউজে বুধবার ‘নব্বইয়েও থেমে নেই আল্লাদীর জীবনযুদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি ইউএনও শেখ তানজিল্লুর রহমানের নজরে আসে। বৃহস্পতিবার (৯ মে)  উপজেলার পালপাড়া এলাকায় আল্লাদীর বাড়িতে গিয়ে বৃদ্ধার হাতে নগদ টাকা ও বয়স্কভাতার কার্ড তুলে দেন।

ইউএনও তার জন্য একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে এলাহি, সমাজসেবার মাঠ পরিদর্শক সৈয়দ রওনাকুল ইসলাম, গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শমসের আলী, স্থানীয় সাংবাদিক আলী আকবর টুটুল ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও বয়স্কভাতা হাতে পেয়ে বেশ খুশি আল্লাদী। তিনি নিজে অনুভূতি প্রকাশ করতে না পারলেও আল্লাদীর মেয়ে রাধা বলেন, আমরা খুব খুশি হয়েছি। বাকি জীবন কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবো। এজন্য সংশ্লিষ্ট সবার কাছে আমাদের কৃতজ্ঞতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমে আল্লাদীর রানী খবর পড়ে আমরা তার বাড়িতে গিয়েছি। প্রাথমিকভাবে আল্লাদীকে নগদ টাকা ও বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তার থাকার জন্য একটি ঘরও তৈরি করে দিতে পারবো বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।