ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে বাজেট আলোচনায় রেকর্ড

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
সংসদে বাজেট আলোচনায় রেকর্ড জাতীয় সংসদের অধিবেশন কক্ষ। ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়েছেন ২৭০ জন সংসদ সদস্য। সংসদে বাজেট আলোচনার ইতিহাসে এটা সর্বাধিক বলে জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।  

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান।

নূর-ই-আলম চৌধুরী বলেন, এ বাজেটকে বিশাল বাজেট বলা হচ্ছে।

একে যদি বিশাল বাজেট হিসেবে দেখি, তাহলে বাস্তবায়ন করতে হবে। ২০১৯-২০ অর্থবছরের এ বাজেটের ওপর আমিসহ এখন পর্যন্ত ২৬৭ জন বক্তব্য রেখেছেন। এরপর অর্থমন্ত্রী, বিরোধীদলের নেতা ও প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। সব মিলিয়ে বক্তব্য রাখবেন ২৭০ জন।  

‘এর আগে এত সংখ্যক মানুষ বক্তব্য দেয়নি। ২০১৪-১৫ অর্থবছরের বাজেট আলোচনায় বক্তব্য দিয়েছিলেন ২৬৫ জন। জাতীয় সংসদের ইতিহাসে সেদিক থেকে এটি একটি রেকর্ড হবে। ’

এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, সব সংসদ অধিবেশনের মধ্যে এবার বাজেট আলোচনায় রেকর্ড সৃষ্টি করেছেন। এ জন্য আপনাদের ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এসকে/এসই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।