এরইমধ্যে রোববার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। শুরুতেই ৫৯টি বিল উথাপিত হয়।
এর আগে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট পাসের আগে শনিবার (২৯ জুন) বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস করা হয় অর্থবিল-২০১৯। তবে অর্থবিলে সঞ্চয়পত্রে ১০ শতাংশ উৎসে করই বহাল রাখা হয়েছে। আগে ৫ শতাংশ ছিল।
এ বছরের বাজেটে বিধান করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ ও সঞ্চয়পত্র কিনতে টিআইএন সনদ দিতে হবে। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ অনেক মন্ত্রী উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসকে/এসই/এইচএ/