ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অধিবেশন শুরু, হবে বাজেট পাস

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
অধিবেশন শুরু, হবে বাজেট পাস

জাতীয় সংসদ ভবন থেকে: নতুন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে রোববার (৩০ জুন)। এটি পাস হলে সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

এরইমধ্যে রোববার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। শুরুতেই ৫৯টি বিল উথাপিত হয়।

 

এর আগে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট পাসের আগে শনিবার (২৯ জুন) বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস করা হয় অর্থবিল-২০১৯। তবে অর্থবিলে সঞ্চয়পত্রে ১০ শতাংশ উৎসে করই বহাল রাখা হয়েছে। আগে ৫ শতাংশ ছিল।  

এ বছরের বাজেটে বিধান করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ ও সঞ্চয়পত্র কিনতে টিআইএন সনদ দিতে হবে। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ অনেক মন্ত্রী উপস্থিত রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৯ 
এসকে/এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।