বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বাংলানিউজকে বলেন, সকালে কয়েকজন ব্যক্তি গাঙ্গুটিয়ার মারাপাড়ায় ফাঁকা মাঠে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কঙ্কালটি উদ্ধার করা হয়।
২১ দিন আগে সায়েম নামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। আমাদের সোর্স সেটা খোঁজ রাখছিল। সকালে ওই এলাকা থেকে একটি কঙ্কাল পাওয়া যায়। সায়েমের পরিবারের ধারণা কঙ্কালটি নিখোঁজ সায়েমের হতে পারে। এসময় সেখান থেকে একটি জামাও উদ্ধার করা হয়েছে। বাকিটা ডিএনএ পরীক্ষার পর বলা যাবে। এ ঘটনায় জিডিতে উল্লেখিত অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
আরএ