সোমবার (১৫ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জোড়পুকুর পাড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, অবৈধ জাল তৈরির কারখানা থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কারখানার মালিক যাকির সাঈদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় নকল ডিটারজেন্ট তৈরির কারখানার মালিক নাসির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নকল পাউডার তৈরির সরঞ্জামাদিও জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এইচএ/