ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
কলারোয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় পাথরবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৬টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের হরিতলা পূজা মণ্ডপের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কমলা ওই গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী।

তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেওয়া ও মাছ পরিষ্কারের কাজ করতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথে পূজামণ্ডপের সামনে ‌পৌঁছা‌লে যশোর দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাক পুকুর ধারে উল্টে যায়। এসময় ওই ডাম্প ট্রাকের ধাক্কায় কমলা রানী ঘটনাস্থলেই মারা যান।

কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস বিষয়টি নিশ্চিত করে বাংলা‌নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।