মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৬টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের হরিতলা পূজা মণ্ডপের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কমলা ওই গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথে পূজামণ্ডপের সামনে পৌঁছালে যশোর দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাক পুকুর ধারে উল্টে যায়। এসময় ওই ডাম্প ট্রাকের ধাক্কায় কমলা রানী ঘটনাস্থলেই মারা যান।
কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
জিপি