মঙ্গলবার (১৬ জুলাই) প্রাতঃভ্রমণে গেলে ট্রাকচাপায় তিনি নিহত হন। নিহত বিলিয়ান হোসেন মাদারীপুর জেলার দক্ষিণ রমজানপুরের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিলিয়ান প্রাতঃভ্রমণে গেলে খুলনা-যশোর মহাসড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ ও চালক জহির খানকে আটক করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ট্রাকচালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমআরএম/এএটি