রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে এরশাদের মরদেহে সম্মান জানাতে ইতোমধ্যে লাখো মানুষ জড়ো হয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও লোকজন আসছে।
তিনি বলেন, মরদেহ ক্যান্টনমেন্ট থেকে জানাজার স্থানে নিয়ে আনা-নেওয়া ও শ্রদ্ধা নিবেদনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে এরশাদের মরদেহবাহী হেলিকপ্টার রংপুরের উদ্দেশে রওয়ানা হয়। সেখানে বাদ-জোহর রংপুর ঈদগাহ মাঠে চতুর্থ জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারযোগে ফের ঢাকায় আনা হবে। বাদ-আসর বনানীতে সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
একে