মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলার সাকোয়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হবিবর ওই উপজেলার কালিয়াগঞ্জ এলাকার সরোয়ার আলীর ছেলে এবং মকছেদুলের বাড়ি একই উপজেলার চন্দনবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দেবীগঞ্জ যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান হবিবর। পরে স্থানীয়রা আহত কমছেদুলকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে মকছেদুলও মারা যান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
জিপি