মঙ্গলবার (১৬ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করা হয়। রুবেল গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকার রবি মিয়ার ছেলে ও তিনি ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম বাংলানিউজকে জানান, রোববার (১৪ জুলাই) নৌকাযোগে বন্ধুদের সঙ্গে কালিয়াকৈরে পিকনিকে যান রুবেল। পরে কালিয়াকৈর উপজেলার রগুনাথপুর এলাকায় নৌকা থেকে তুরাগ নদে লাফ দেন তিনি। এ সময় স্রোতের কারণে রুবেল আর পাড়ে উঠতে পারেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।
সকালে কড্ডা এলাকায় তুরাগ নদ থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আরএস/আরআইএস/