মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। ফলে ক্যাম্পাস এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো- ঢাবির সব নোটিশ স্পষ্টভাবে দেওয়া ও কলেজে পৌঁছানো, খাতার মূল্যায়ন সাত কলেজের শিক্ষকদের করা, পয়েন্ট নীতি বাতিল করে ইম্প্রুভ সিস্টেম চালু করা, খাতার পুনর্মূল্যায়ন ও ইনকোর্স রেজাল্ট প্রকাশ করে দেখানো।
শিক্ষার্থীরা জানান, ভালো পরীক্ষা দিয়েও গণহারে ফেল করেছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিজিপিএ ২.০০ এর কম পেলে পরবর্তী বর্ষে শিক্ষার্থীকে উন্নীত করা হয় না। কিন্তু শিক্ষার্থীদের দাবি এ ধরনের কোনো নোটিশ আগে জানানো হয়নি।
আন্দোলনরত ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ একটি সহজ সাবজেক্ট। এ বিষয়ে গণহারে ফেল মেনে নেওয়া যায় না। আমরা এর সমাধান চাই।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১৬,২০১৯
এসকেবি/জেডএস