মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চার ডাকাত হলেন- মুন্সিগঞ্জ গজারিয়া এলাকার ইসমাইলের ছেলে আল আমিন (২৬), আব্দুস সাত্তারের ছেলে জুয়েল (২৯), পারভেজের ছেলে শান্ত (২১) ও বন্দর মদনগঞ্জের মিজানুর রহমানের ছেলে তুহিন (২১)।
এদের মধ্যে আল আমিনের বিরুদ্ধে ৬টি, জুয়েলের বিরুদ্ধে ৭টি ও শান্তর বিরুদ্ধে ৩টি ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাছ কাটার করাত, রাম দা ও চাপাতি।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার ডাকাতরা গভীর রাতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এএটি