মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানা গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
জিপি