মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টার দিকে একথা জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
তিনি বাংলানিউজকে বলেন, সোমবারও (১৫ জুলাই) হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ কে এম নাসির উদ্দিন বলেন, শুরুতেই চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগী মারা যান। সোমবার (১৫ জুলাই) মারা গেছেন আরও এক জন। এ নিয়ে ডেঙ্গুতে মোট দুই জন মারা গেছেন।
তিনি বলেন, নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে বিভিন্ন তলায় ও ওয়ার্ডে ডেঙ্গু রোগীরা ভর্তি আছেন। সেখানে তাদের পাশাপাশি অন্য রোগীরাও আছেন।
ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই ডেঙ্গু রোগীরা আসছেন। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা হচ্ছে, তারা রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন হাসপাতালে এসেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এজেডএস/একে