মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমির ওই উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মালমারা মণ্ডলপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয় আমির। পরে বাড়ি ফেরায় দেরি হওয়ায় স্বজনরা তাকে খোঁজ শুরু করেন। একপর্যায়ে বসত-বাড়ির পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় আমিরকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস