মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, মৌখাড়া বাজারের মূল সড়ক, নাজিরপুর সড়কে পানি জমে আছে। এছাড়া নাজিরপুর সড়কের পাশের বাড়িগুলোর অধিকাংশের ঘরে পানি ঢুকে পড়েছে।
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জিয়া অভিযোগ করে বলেন, মেয়রের পুকুরের বাঁধের কারণে পানি বিলে নামতে পারছে না। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তার ব্যক্তি স্বার্থের কারণে এলাকাবাসীর কষ্ট করতে হচ্ছে।
রিপন আলী নামে অপর এক ব্যক্তি বলেন, বর্তমান মেয়র পৌরবাসী জন্য কিছুই করছেন না। বাজারের পশ্চিম পাশে বড়াল নদী। যদি ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হতো তাহলে এ জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এখন সামান্য বৃষ্টি হলেই পানি নামতে চায় না। ফলে পানি জমে নানান সমস্যার সৃষ্টি হয় এবং স্থায়ী জলাবদ্ধতায় রূপ নেয়। এ অবস্থায় ওই পুকুর পাড় অপসারণ করা দরকার বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে মেয়র আব্দুল বারেক সরদার বাংলানিউজকে বলেন, হঠাৎ বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক বড় বড় শহরেও তো এসময় পানি জমে থাকে। পুকুরটিতো মাঠের মধ্যে, এতে কি আর শহরে পানি জমে? এটা আমার প্রতিপক্ষর লোকজন অপপ্রচার চালাচ্ছে।
তবে যেহেতু লোকজন অভিযোগ তুলেছেন, তাই বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
জিপি